আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে ট্রেনে আগুনের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এত আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ। খবর এনডিটিভির।
শনিবার (২৬ আগস্ট) দেশটির স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। ৩০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মাদুরাইয়ের জেলা কালেক্টর এমএস সঙ্গীতা ১০ জন নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
প্রাথমিক তথ্য থেকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি কোনো অনুষ্ঠান বা পর্যটনের জন্য ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া হয়েছিল। বগিতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত।
প্রাইভেট পার্টি কোচটির যাত্রীরা উত্তর প্রদেশের লখনউ থেকে এসেছিলেন। গত ১৭ আগস্ট তারা লখনউ থেকে যাত্রা শুরু করেন। আগামীকাল রোববার তাদের চেন্নাই পৌঁছানো ও সেখান থেকে পরে লখনউতে ফিরে যাওয়ার কথা ছিল।
পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানোর সময় নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, অগ্নি দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১০ লাখ রুপি করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২৩/এএইচএ