স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের দল ঘোষণার পর থেকে বাংলাদেশের ক্রিকেটে অন্যতম আলোচিত ইস্যু মাহমুদ উল্লাহ রিয়াদের বাদ পড়া। যা নিয়ে বেশ কিছু মানববন্ধনও হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত বিসিবির বিভিন্ন কর্তারা নিজেদের মত দিলেও প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে ও সাকিব আল হাসানের বক্তব্য পাওয়ার সুযোগ ছিল না। আজ সেই সুযোগ মিললেও কেউ আগ্রহী হয়ে মাহমুদ উল্লাহর বাদ পড়ার বিষয়ে কিছুই জানতে চাননি।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে মিরপুর শেরেবাংলায় এশিয়া কাপ-পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান। নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে এটাই ছিল সাকিবের প্রথম সংবাদ সম্মেলন। বরাবরের মতোই অসংখ্য প্রশ্ন করা হয়েছে তাদেরকে। দুজনেই দারুণভাবে সেগুলোর জবাবও দিয়েছেন।
ছিল না শুধু মাহমুদ উল্লাহ প্রসঙ্গ। এ প্রসঙ্গে প্রশ্ন করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞাও ছিল না। তাই বিষয়টি নিয়ে ক্রিকেটাঙ্গন এবং ক্রীড়া সাংবাদিকদের মাঝে বেশ রসালো আলোচনার জন্ম হয়েছে।
ফিটনেস ও ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন মাহমুদ উল্লাহ।
সেই সঙ্গে তার ফিল্ডিংয়ের রিফ্লেক্স আগের মতো নেই। তবে বিসিবি একেবারেই তাকে বিদায় করে দেয়নি। এই বয়সে মাহমুদ উল্লাহ যদি আবারও নিজেকে ফিট করে ফিরে আসতে পারেন, তাহলে তার জাতীয় দলে ফেরার সুযোগ আছে। পাশাপাশি মাহমুদ উল্লাহকে অবসর গ্রহণের ইঙ্গিতও দেওয়া হয়েছে। বিসিবি পরিচালক তথা সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, ক্রিকেটারদের জানা উচিত কোথায় থামতে হবে।
বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২৩/এএইচএ