ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাফুফের নিলামে দামী ফুটবলার যারা

  • পোস্ট হয়েছে : ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • 83

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট একাডেমির ১০ ফুটবলারকে নিয়ে আয়োজিত হয়েছে নিলাম। এর মধ্য দিয়ে নতুন এক যুগের সূচনা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথমবারের মতো নিলামের ভিত্তিতে তরুণ ফুটবলারদের দলে টানার সুযোগ করে দিলো দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি খেলোয়াড় ভিড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সর্বোচ্চ ৬ জন তরুণকে দলে নিয়েছে গোপীবাগের দলটি।

গতকাল (শনিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাফুফের নিজস্ব এলিট অ্যাকাডেমির ১০ তরুণ ফুটবলারের নিলাম হয়েছে। নিলামে সবচেয়ে বেশি দামে খেলোয়াড় কিনেছে দেশীয় ফুটবলের বড় নাম বসুন্ধরা কিংস। দলটি ১৩ লাখ ২৫ হাজার টাকায় তাকে দলে ভিড়িয়েছে।

৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই গোলরক্ষককে দলে পেতে রীতিমতো কাড়াকাড়ি করেছে ক্লাবগুলো। বসুন্ধরা কিংস ছাড়াও তার জন্য বিড করেছে ব্রাদার্স ইউনিয়ন ও আবাহনী। দ্বিতীয় সর্বোচ্চ ১০ লাখ টাকায় বিক্রি হয়েছেন সেন্টারব্যাক আজিজুল হক অনন্ত। চড়া দামে তাকে কিনেছে ব্রাদার্স।

৯ লাখ টাকায় মিডফিল্ডার চন্দন রায় গিয়েছেন শেখ রাসেলের ঘরে। ৭ লাখ ৭৫ হাজার টাকায় ফরোয়ার্ড আসাদুল মোল্লাকে ভিড়িয়েছে আবাহনী। ৭ লাখের ঘরে ছিলেন সাজেদ হাসান জুম্মন। তাকে দলে নিয়েছে ফর্টিস এফসি। সাড়ে ৬ লাখ টাকায় ফরোয়ার্ড মিরাজুল ইসলামকেও দলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ভিত্তিমূল্য ৪ লাখ টাকায় ব্রাদার্সে গিয়েছেন আরও চারজন। ফরোয়ার্ড সুমন সরেন, লেফটব্যাক সিরাজুল ইসলাম রানা, রাইটব্যাক রুবেল শেখ এবং সেন্টারব্যাক ইমরান খানকে নিজেদের করে নিয়েছে ক্লাবটি।

সবমিলিয়ে এবারের নিলামে সর্বোচ্চ খেলোয়াড় দলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তারা ৬ জন ফুটবলারকে দলে ভিড়িয়েছে। এছাড়া একজন করে খেলোয়াড় কিনেছে বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র, আবাহনী ও ফর্টিস এফসি। তবে নিলামে কোনো খেলোয়াড় কিনতে পারেনি পুলিশ এফসি ও ঢাকা মোহামেডান।

কোন ফুটবলার কোন ক্লাবে

১৩ লাখ ২৫ হাজার টাকা: মো. আসিফ (গোলরক্ষক), বসুন্ধরা কিংস

১০ লাখ টাকা: আজিজুল হক অনন্ত (সেন্টারব্যাক), ব্রাদার্স ইউনিয়ন

৯ লাখ টাকা: চন্দন রায় (মিডফিল্ডার), শেখ রাসেল ক্রীড়া চক্র

৭ লাখ ৭৫ হাজার টাকা: আসাদুল মোল্লা (ফরোয়ার্ড), আবাহনী লিমিটেড

৭ লাখ ২৫ হাজার টাকা: সাজেদ হাসান জুম্মন, ফর্টিস এফসি

৬ লাখ ৫০ হাজার টাকা: মিরাজুল ইসলাম (ফরোয়ার্ড), ব্রাদার্স ইউনিয়ন

৪ লাখ টাকা: সুমন সরেন (ফরোয়ার্ড), ব্রাদার্স ইউনিয়ন

৪ লাখ টাকা: সিরাজুল ইসলাম রানা (লেফটব্যাক), ব্রাদার্স ইউনিয়ন

৪ লাখ টাকা: রুবেল শেখ (রাইটব্যাক), ব্রাদার্স ইউনিয়ন

৪ লাখ টাকা: ইমরান খান (সেন্টারব্যাক), ব্রাদার্স ইউনিয়ন।

বিজনেস আওয়ার/২৭ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাফুফের নিলামে দামী ফুটবলার যারা

পোস্ট হয়েছে : ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট একাডেমির ১০ ফুটবলারকে নিয়ে আয়োজিত হয়েছে নিলাম। এর মধ্য দিয়ে নতুন এক যুগের সূচনা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথমবারের মতো নিলামের ভিত্তিতে তরুণ ফুটবলারদের দলে টানার সুযোগ করে দিলো দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি খেলোয়াড় ভিড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সর্বোচ্চ ৬ জন তরুণকে দলে নিয়েছে গোপীবাগের দলটি।

গতকাল (শনিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাফুফের নিজস্ব এলিট অ্যাকাডেমির ১০ তরুণ ফুটবলারের নিলাম হয়েছে। নিলামে সবচেয়ে বেশি দামে খেলোয়াড় কিনেছে দেশীয় ফুটবলের বড় নাম বসুন্ধরা কিংস। দলটি ১৩ লাখ ২৫ হাজার টাকায় তাকে দলে ভিড়িয়েছে।

৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই গোলরক্ষককে দলে পেতে রীতিমতো কাড়াকাড়ি করেছে ক্লাবগুলো। বসুন্ধরা কিংস ছাড়াও তার জন্য বিড করেছে ব্রাদার্স ইউনিয়ন ও আবাহনী। দ্বিতীয় সর্বোচ্চ ১০ লাখ টাকায় বিক্রি হয়েছেন সেন্টারব্যাক আজিজুল হক অনন্ত। চড়া দামে তাকে কিনেছে ব্রাদার্স।

৯ লাখ টাকায় মিডফিল্ডার চন্দন রায় গিয়েছেন শেখ রাসেলের ঘরে। ৭ লাখ ৭৫ হাজার টাকায় ফরোয়ার্ড আসাদুল মোল্লাকে ভিড়িয়েছে আবাহনী। ৭ লাখের ঘরে ছিলেন সাজেদ হাসান জুম্মন। তাকে দলে নিয়েছে ফর্টিস এফসি। সাড়ে ৬ লাখ টাকায় ফরোয়ার্ড মিরাজুল ইসলামকেও দলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ভিত্তিমূল্য ৪ লাখ টাকায় ব্রাদার্সে গিয়েছেন আরও চারজন। ফরোয়ার্ড সুমন সরেন, লেফটব্যাক সিরাজুল ইসলাম রানা, রাইটব্যাক রুবেল শেখ এবং সেন্টারব্যাক ইমরান খানকে নিজেদের করে নিয়েছে ক্লাবটি।

সবমিলিয়ে এবারের নিলামে সর্বোচ্চ খেলোয়াড় দলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তারা ৬ জন ফুটবলারকে দলে ভিড়িয়েছে। এছাড়া একজন করে খেলোয়াড় কিনেছে বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র, আবাহনী ও ফর্টিস এফসি। তবে নিলামে কোনো খেলোয়াড় কিনতে পারেনি পুলিশ এফসি ও ঢাকা মোহামেডান।

কোন ফুটবলার কোন ক্লাবে

১৩ লাখ ২৫ হাজার টাকা: মো. আসিফ (গোলরক্ষক), বসুন্ধরা কিংস

১০ লাখ টাকা: আজিজুল হক অনন্ত (সেন্টারব্যাক), ব্রাদার্স ইউনিয়ন

৯ লাখ টাকা: চন্দন রায় (মিডফিল্ডার), শেখ রাসেল ক্রীড়া চক্র

৭ লাখ ৭৫ হাজার টাকা: আসাদুল মোল্লা (ফরোয়ার্ড), আবাহনী লিমিটেড

৭ লাখ ২৫ হাজার টাকা: সাজেদ হাসান জুম্মন, ফর্টিস এফসি

৬ লাখ ৫০ হাজার টাকা: মিরাজুল ইসলাম (ফরোয়ার্ড), ব্রাদার্স ইউনিয়ন

৪ লাখ টাকা: সুমন সরেন (ফরোয়ার্ড), ব্রাদার্স ইউনিয়ন

৪ লাখ টাকা: সিরাজুল ইসলাম রানা (লেফটব্যাক), ব্রাদার্স ইউনিয়ন

৪ লাখ টাকা: রুবেল শেখ (রাইটব্যাক), ব্রাদার্স ইউনিয়ন

৪ লাখ টাকা: ইমরান খান (সেন্টারব্যাক), ব্রাদার্স ইউনিয়ন।

বিজনেস আওয়ার/২৭ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: