ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করদাতাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রবেশাধিকার চায় এনবিআর

  • পোস্ট হয়েছে : ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • 54

বিজনেস আওয়ার প্রতিবেদক : কর ফাঁকি রোধে করদাতাদের ব্যাংকিং লেনদেনের তথ্যের সরাসরি প্রবেশাধিকার চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে করদাতাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খুব সহজেই জানতে পারবে এনবিআর।

জানা গেছে, ইতোমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে ভ্যাট অনলাইন প্রজেক্ট অফিস এবং কেন্দ্রীয় ব্যাংকও এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে আর ব্যাংকের কাছে চিঠি দিয়ে লেনদেন সংক্রান্ত তথ্য চাইতে হবে না এনবিআরকে। বাংলাদেশ ব্যাংকের অনুমতিসাপেক্ষে সরাসরি তথ্যে প্রবেশাধিকার পাবে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রজেক্টের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, এই কার্যক্রম শুরু আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংক সেটা ডেভেলপ করছে। ডিসেম্বর থেকেই এটা চালু করা যাবে বলে আশা করছি।

তবে এনবিআরের এমন ভাবনার সঙ্গে একমত নন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ। তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য, যা ব্যাংক আইনেও স্বীকৃত। এনবিআর বা কর কর্মকর্তারা যদি সবার অ্যাকাউন্টে প্রবেশাধিকার পায়– তা গোপনীয়তার নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে।

এদিকে ব্যবসায়ীরাও বলছেন, ব্যাংক অ্যাকাউন্টে তথ্যে এনবিআরকে সরাসরি অ্যাক্সেস দেওয়া হলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হবে। এর ফলে ব্যাংকে লেনদেন কমে যেতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, দেশে গত ডিসেম্বর নাগাদ ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১৩ কোটি ৬২ লাখ, যেখানে মোট জমার পরিমাণ ছিল প্রায় ১৬ লাখ কোটি টাকা। এরমধ্যে ১ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, এমন একাউন্টের পরিমাণ প্রায় ১ লাখ ১০ হাজার।

এ ছাড়া এনবিআরের হিসাব অনুযায়ী, দেশে বিজনেস আইডেন্টিফিকেশন (বিআইএন) নম্বরধারীর সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার। এর মধ্যে গত মাসে কর রিটার্ন জমা হয়েছে ৩ লাখের বেশি।

বিজনেস আওয়ার/২৮ আগস্ট,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করদাতাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রবেশাধিকার চায় এনবিআর

পোস্ট হয়েছে : ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : কর ফাঁকি রোধে করদাতাদের ব্যাংকিং লেনদেনের তথ্যের সরাসরি প্রবেশাধিকার চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে করদাতাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খুব সহজেই জানতে পারবে এনবিআর।

জানা গেছে, ইতোমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে ভ্যাট অনলাইন প্রজেক্ট অফিস এবং কেন্দ্রীয় ব্যাংকও এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে আর ব্যাংকের কাছে চিঠি দিয়ে লেনদেন সংক্রান্ত তথ্য চাইতে হবে না এনবিআরকে। বাংলাদেশ ব্যাংকের অনুমতিসাপেক্ষে সরাসরি তথ্যে প্রবেশাধিকার পাবে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রজেক্টের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, এই কার্যক্রম শুরু আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংক সেটা ডেভেলপ করছে। ডিসেম্বর থেকেই এটা চালু করা যাবে বলে আশা করছি।

তবে এনবিআরের এমন ভাবনার সঙ্গে একমত নন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ। তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য, যা ব্যাংক আইনেও স্বীকৃত। এনবিআর বা কর কর্মকর্তারা যদি সবার অ্যাকাউন্টে প্রবেশাধিকার পায়– তা গোপনীয়তার নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে।

এদিকে ব্যবসায়ীরাও বলছেন, ব্যাংক অ্যাকাউন্টে তথ্যে এনবিআরকে সরাসরি অ্যাক্সেস দেওয়া হলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হবে। এর ফলে ব্যাংকে লেনদেন কমে যেতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, দেশে গত ডিসেম্বর নাগাদ ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১৩ কোটি ৬২ লাখ, যেখানে মোট জমার পরিমাণ ছিল প্রায় ১৬ লাখ কোটি টাকা। এরমধ্যে ১ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, এমন একাউন্টের পরিমাণ প্রায় ১ লাখ ১০ হাজার।

এ ছাড়া এনবিআরের হিসাব অনুযায়ী, দেশে বিজনেস আইডেন্টিফিকেশন (বিআইএন) নম্বরধারীর সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার। এর মধ্যে গত মাসে কর রিটার্ন জমা হয়েছে ৩ লাখের বেশি।

বিজনেস আওয়ার/২৮ আগস্ট,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: