ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকর্মী বহিষ্কার

  • পোস্ট হয়েছে : ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • 79

বিজনেস আওয়ার প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ভোলা জেলা ছাত্রলীগ। এ নিয়ে মোট ১৪ জনকে বহিষ্কার করা হলো।

রোববার (২৭ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহম্মেদ, কর্মী অর্ণব রাজ, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার, একই উপজেলার টবগী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ পলাশ ও সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ছাত্রলীগকর্মী মো. মাঈন উদ্দিন মাহিন।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ বলেন, ওই পাঁচ নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই পাঁচ নেতাকর্মী মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। এর জেরে তাদের বহিষ্কার করা হয়েছে। এর আগে একই কারণে ভোলায় ছাত্রলীগের আরও নয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকর্মী বহিষ্কার

পোস্ট হয়েছে : ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ভোলা জেলা ছাত্রলীগ। এ নিয়ে মোট ১৪ জনকে বহিষ্কার করা হলো।

রোববার (২৭ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহম্মেদ, কর্মী অর্ণব রাজ, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার, একই উপজেলার টবগী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ পলাশ ও সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ছাত্রলীগকর্মী মো. মাঈন উদ্দিন মাহিন।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ বলেন, ওই পাঁচ নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই পাঁচ নেতাকর্মী মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। এর জেরে তাদের বহিষ্কার করা হয়েছে। এর আগে একই কারণে ভোলায় ছাত্রলীগের আরও নয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: