ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুররে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • পোস্ট হয়েছে : ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • 102

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দণ্ডাদেশ প্রদাণ করেন। দণ্ডিত মুনছুর আলী মহেশপুর উপজেলার  কাজীর বেড় গ্রামের নেপাল মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর গরু ক্রয়ের জন্য মুনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম একটি এনজিও থেকে ঋনের টাকা উত্তোলন করে। সেই টাকা তার স্বামী চাইলে স্ত্রী দিতে অস্বীকার করে। সে সময় বাকবিতন্ডার এক পর্যায়ে মুনছুর আলীর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় বাদী হয়ে পিতার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৯ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।

বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মহেশপুররে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পোস্ট হয়েছে : ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দণ্ডাদেশ প্রদাণ করেন। দণ্ডিত মুনছুর আলী মহেশপুর উপজেলার  কাজীর বেড় গ্রামের নেপাল মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর গরু ক্রয়ের জন্য মুনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম একটি এনজিও থেকে ঋনের টাকা উত্তোলন করে। সেই টাকা তার স্বামী চাইলে স্ত্রী দিতে অস্বীকার করে। সে সময় বাকবিতন্ডার এক পর্যায়ে মুনছুর আলীর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় বাদী হয়ে পিতার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৯ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।

বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: