ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

  • পোস্ট হয়েছে : ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক : অনলাইন প্লাটফর্ম থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের আদেশ ঘিরে এজলাসে হট্টগোলের ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) আপিল বিভাগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি এই আবেদন করেন।

এর আগে সোমবার (২৮ আগস্ট) অনলাইন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য সরানোর আদেশ দেন আদালত। এ নিয়ে এজলাসেই হট্টগোল করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

ওইদিন হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের উদ্দেশে বিএনপির আইনজীবীরা বলেন, ‘একপক্ষের বক্তব্য না শুনেই ৩০ সেকেন্ড সময়ের মধ্যে আপনি তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিয়েছেন। এটা বিচার বিভাগের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।’ জবাবে বিচারপতি মো. খসরুজ্জামান বলেন, ‘আপনাদের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে শুনেছি।’

এসময় কোর্টে উপস্থিত থাকা ব্যারিস্টার কাজল বিচারপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আপনি আমাকে শুনানি করতে দেননি। আপনি ৩০ সেকেন্ড সময় নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিলেন। এটা আপনি করতে পারেন না।’ জবাবে বিচারপতি মো. খসরুজ্জামান বলেন, ‘আমাদের আদেশের বিরুদ্ধে আপনারা আপিল বিভাগে যেতে পারেন।’

এ সময় বিএনপির আইনজীবীরা তাকে পক্ষপাতদুষ্ট বিচারক হিসেবে চিৎকার, চেঁচামেচি করতে থাকেন। একপর্যায়ে বিচারপতিরা এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান।

বিজনেস আওয়ার/২৯ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

পোস্ট হয়েছে : ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : অনলাইন প্লাটফর্ম থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের আদেশ ঘিরে এজলাসে হট্টগোলের ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) আপিল বিভাগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি এই আবেদন করেন।

এর আগে সোমবার (২৮ আগস্ট) অনলাইন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য সরানোর আদেশ দেন আদালত। এ নিয়ে এজলাসেই হট্টগোল করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

ওইদিন হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের উদ্দেশে বিএনপির আইনজীবীরা বলেন, ‘একপক্ষের বক্তব্য না শুনেই ৩০ সেকেন্ড সময়ের মধ্যে আপনি তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিয়েছেন। এটা বিচার বিভাগের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।’ জবাবে বিচারপতি মো. খসরুজ্জামান বলেন, ‘আপনাদের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে শুনেছি।’

এসময় কোর্টে উপস্থিত থাকা ব্যারিস্টার কাজল বিচারপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আপনি আমাকে শুনানি করতে দেননি। আপনি ৩০ সেকেন্ড সময় নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিলেন। এটা আপনি করতে পারেন না।’ জবাবে বিচারপতি মো. খসরুজ্জামান বলেন, ‘আমাদের আদেশের বিরুদ্ধে আপনারা আপিল বিভাগে যেতে পারেন।’

এ সময় বিএনপির আইনজীবীরা তাকে পক্ষপাতদুষ্ট বিচারক হিসেবে চিৎকার, চেঁচামেচি করতে থাকেন। একপর্যায়ে বিচারপতিরা এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান।

বিজনেস আওয়ার/২৯ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: