বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছেন, বাণিজ্যমন্ত্রীকে আমি ধরছি। তিনি বলেন, কে বলেছে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না? তখন সাংবাদিক বলেন দুজন মন্ত্রী সরাসরি বলেছেন, ওখানে হাত দিলে বিপদ আছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। দক্ষিণ আফ্রিকায় ১৫তম ব্রিকস সামিটে যোগদান সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য ‘সিন্ডিকেটের বিরুদ্ধে হাত দেওয়া যাবে না’ উদ্ধৃত করেন।
বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট ভাঙা যাবে না কেন?’ এ সময় তিনি জানান, এ ব্যাপারে তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে কথা বলবেন বলেও জানান।
ব্রিকসের সদস্য পদ পাওয়া নিয়ে তিনি বলেন, ব্রিকসের সদস্য পদ পাওয়া নিয়ে বাংলাদেশের কোনো চিন্তা ছিল না। তিনি বলেন, এ কারণে সদস্য হওয়ার চেষ্টাও করিনি।
গত রোববার ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি।
বিজনেস আওয়ার/ ২৯ আগস্ট,২০২৩/এএইচএ