স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৬তম আসরের পর্দা উঠে গেলো পাকিস্তানের মুলতান শহরে। হাইব্রিড মডেলের এশিয়া কাপে আইসিসির ওয়ানডে টিম র্যাংকিংয়ে শীর্ষে থেকে মাঠে নামছে পাকিস্তান। অন্যদিকে, প্রথমবার খেলতে এসেই উদ্বোধনী দিনে বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে নেপালকে!
বুধবার (৩০ আগস্ট) পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়কবাবর আজমরা।
নেপালের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজ়ম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আঘা, ইফতিখার আহমেদ, ফাখর জমান, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।
বিজনেস আওয়ার/৩০ আগস্ট, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: