বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামে চুরির অপবাদ দিয়ে নাজমুল হাসান (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে মারধর ও প্লাস দিয়ে পায়ের নখ উপড়িয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
গত রোববার (২৭ আগস্ট) ত্রিবেণী গ্রামের ঋষিপাড়ায় এ ঘটনা ঘটলেও জানাজানি হয়েছে বুধবার (৩০ আগস্ট)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, গত রোববার ত্রিবেণী গ্রামের মৃত হানিফ আলীর ছেলে মানসিক প্রতিবন্ধী নাজমুলকে টিউবওয়েল চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে মারধর করে একই গ্রামের কলম উদ্দিন, রহিম উদ্দিন, ছলিম মিয়া, ও রুহুলসহ কয়েকজন যুবক। তারা নাজমুলকে মারধর ও প্লাস দিয়ে পায়ের নখ উপড়িয়ে নির্যাতন করে। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা করেছে নাজমুলের পরিবার।
স্থানীয় বাসিন্দা লিটন বলেন, ‘চুরির অপবাদ দিয়ে অমানসিক নির্যাতন করা হয়েছে। একজন মানসিক প্রতিবন্ধী মানুষকে এভাবে যারা নির্যাতন করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাজমুল নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।’
বিজনেস আওয়ার/৩০ আগস্ট, ২০২৩/এএইচএ