স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল টাইগাররা। তবে খুব একটা ভালো করতে পারেননি বাংলাদেশ দল। ৪২.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬৪ রান।
পাতিরানার স্লোয়ার বলে ধোঁকা খেলেন তাসকিন। উইকেটের গতি বাংলাদেশ ব্যাটারদের ইনিংসজুড়েই ভুগিয়েছে, সেখানে টেল-এন্ডার তাসকিন গতির এমন বৈচিত্র সামাল দেবেন—সেটি আশা করা একটু বেশিই হয়ে যায়। পাতিরানা পেয়েছেন তৃতীয় উইকেট। এক বল পরই পেলেন চতুর্থটি। এবার মুস্তাফিজুর রহমান হয়েছেন এলবিডব্লিউ। রিভিউ নিয়েছিলেন, তবে সেটি নেওয়ার জন্যই নেওয়া। কাজেও আসেনি। বাংলাদেশ থেমেছে ১৬৪ রানেই।
বিশ্বকাপের আগে শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার আদর্শ মঞ্চ চলমান এশিয়া কাপ। বড় স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট খেলতে নামা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে রীতিমতো ধুঁকছে।
ঘুরেফিরে ওপেনিংয়ে সেই চিরচেনা ব্যর্থতা। গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেছেন তামিম ইকবাল। তবে চোট আর মানসিক অবসাদ দুইয়ে মিলে এবারের এশিয়া কাপে খেলছেন না এই অভিজ্ঞ ওপেনার।
শ্রীলঙ্কা একাদশ- দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাতিরানা।
বাংলাদেশ একাদশ- সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২৩/এএইচএ