বিজনেস আওয়ার প্রতিবেদক : কক্সবাজার ঘাটে সাগর থেকে মাছ আহরণের পর তীরে ফিরে নোঙর করা একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ১২ জেলে অগ্নিদ্বগ্ধ হয়েছে।
দগ্ধদের মধ্যে ১০ জনের শরীরের ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া নুনিয়ারছড়াস্থ ৬ নম্বর ঘাটে সেলিম বহদ্দারের ট্রলারে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম অগ্নিদগ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, আইয়ুব (৩১), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির(২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ(৩৫) এবং ওসমান (১৯)। কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি ২ জেলে হলেন, আলী আকবর (৫০) ও দুলাল মাঝি (৪৭)।
আহত সকলেই মো. সেলিমের মালিকানাধীন দুলাল মাঝির ফিশিং ট্রলারের জেলে এবং কক্সবাজার শহরের ১নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।
ওসি রফিকুল জানান, ঘাটে নোঙর করানো অবস্থায় ফিশিং ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ১২জন জেলে গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে ১০ জনকে চট্টগ্রাম পাঠানো হয়। অপর ২ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তা নিশ্চিত করা যায়নি।
বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২৩/পিএস