বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৪টির বা ৬২.৩৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট্ দর কমেছে। শেয়ার দর সর্বোচ্চ কমেছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ ওয়েল্ডিংয়ের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে ছিল ২৬.৬০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৩.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ১৩.১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ ওয়েল্ডিং ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসে।
ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ১১.৪৯ শতাংশ, হাক্কানি পাল্পের ১০.৯১ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১০.৬০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০.৩৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৬১ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৪৯ শতাংশ, স্টাইলক্রাফটের ৮.৫৬ শতাংশ, একটিভ ফাইনের ৮.৪৩ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ৮.২৫ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২০/এস