বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীর পরিমান বেড়েছে। আগস্ট মাসের মাঝামাঝিতে ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গুর চাপ তুলনামূলক কমে আসে। দীর্ঘদিন রোগী ভর্তির সংখ্যা ২৫০ কিংবা খানিকটা বেশি হলেও সেপ্টেম্বরের প্রথম দিনে ২৯৯ ও পর দিনে ৩১৩ জন উঠে আসে রোগীর সংখ্যা।
শনিবার ডিএনসিসি কোভিড হাসপাতালের থেকে এসব তথ্য জানা যায়। হাসপাতালের দেয়া তথ্যমেত, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮৪ জন রোগী। এনিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩১৩ জনে। এসময়ে মারা গেছে একজন রোগী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৯ জন রোগী।
এনিয়ে ১৩ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩ হাজার ৬৫৬ জন রোগী। ছাড়পত্র পেয়েছে ৩৩৪৮ জন। এদের মাঝে মৃত্যু হয়েছে ২৯ জন রোগীর।
বিজনেস আওয়ার/২ সেপ্টেম্বর, ২০২৩/এমএজেড