ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপ: পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

  • পোস্ট হয়েছে : ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • 82

স্পোর্টস ডেস্ক: ভারত ও পাকিস্তানের খেলা মানেই দর্শকদের মনে টানটান উত্তেজনা! তবে বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে দেরি হওয়ার সম্ভাবনা দেখা দিলেও নির্ধারিত সময়েই শুরু হতে যাচ্ছে চিরপরতিদ্বন্দ্বীদের এ লড়াই। ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

অন্যদিকে, ইনজুরি কাটিয়ে ভারতের দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার। তবে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ শামি। ভারতীয় এ পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। নিয়মিত পেসার বুমরাহ ও সিরাজের সঙ্গে আছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।

ব্যাটিং অর্ডারে অবশ্য তেমন চমক নেই। রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন শুভমান গিল। তিন নম্বরে আসবেন বিরাট কোহলি। চারে শ্রেোস। পাঁচ নম্বরে আসবেন সম্ভবত ইশান কিশান। তারপর দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। আটে খেলতে পারেন শার্দুল ঠাকুর।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখিতে পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুদলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তবে সাম্প্রতিক সময়ে আবার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান এখন তাদের দখলে। তাই লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই যায়।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

বিজনেস আওয়ার/২ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এশিয়া কাপ: পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

পোস্ট হয়েছে : ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: ভারত ও পাকিস্তানের খেলা মানেই দর্শকদের মনে টানটান উত্তেজনা! তবে বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে দেরি হওয়ার সম্ভাবনা দেখা দিলেও নির্ধারিত সময়েই শুরু হতে যাচ্ছে চিরপরতিদ্বন্দ্বীদের এ লড়াই। ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

অন্যদিকে, ইনজুরি কাটিয়ে ভারতের দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার। তবে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ শামি। ভারতীয় এ পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। নিয়মিত পেসার বুমরাহ ও সিরাজের সঙ্গে আছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।

ব্যাটিং অর্ডারে অবশ্য তেমন চমক নেই। রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন শুভমান গিল। তিন নম্বরে আসবেন বিরাট কোহলি। চারে শ্রেোস। পাঁচ নম্বরে আসবেন সম্ভবত ইশান কিশান। তারপর দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। আটে খেলতে পারেন শার্দুল ঠাকুর।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখিতে পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুদলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তবে সাম্প্রতিক সময়ে আবার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান এখন তাদের দখলে। তাই লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই যায়।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

বিজনেস আওয়ার/২ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: