ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, নিহত ১

  • পোস্ট হয়েছে : ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • 93

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপাতে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আবু সাঈদ বিশ্বাস নামের এক কৃষক নিহত ও অন্তত ১০জন আহত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে উপজেলার গোলক নগর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাঈদ একই গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা ও শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস এবং সাবেক চেয়ারম্যান ও অপর আওয়ামী লীগ নেতা ফারুক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছে।

এ বিরোধের জের ধরে গত তিনদিন আগে গোলকনগর গ্রামের চেয়ারম্যান মফিজ উদ্দিন সমর্থক শাহীন বিশ্বাসের এক কর্মী মাঠে মাছ ধরার জাল পাতে। কে বা কাহারা রাতে তার জাল কেটে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে গোলক নগর গ্রামে চেয়ারম্যান মফিজ উদ্দিন গ্রুপের সমর্থক সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের সমর্থক সাঈদ বিশ্বাসরক ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই নিহত হন। এ
ঘটনা নিয়ে উভয় গ্রুপের সমর্থকেরা দেশী-অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০জন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শৈলকুপাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িতেও হামলা ও ভাংচুর করা হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে শাহীন বিশ্বাস, বকু কাজী ও জোয়াদ আলী নামের তিনজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বিজনেস আওয়ার/২ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, নিহত ১

পোস্ট হয়েছে : ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপাতে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আবু সাঈদ বিশ্বাস নামের এক কৃষক নিহত ও অন্তত ১০জন আহত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে উপজেলার গোলক নগর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাঈদ একই গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা ও শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস এবং সাবেক চেয়ারম্যান ও অপর আওয়ামী লীগ নেতা ফারুক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছে।

এ বিরোধের জের ধরে গত তিনদিন আগে গোলকনগর গ্রামের চেয়ারম্যান মফিজ উদ্দিন সমর্থক শাহীন বিশ্বাসের এক কর্মী মাঠে মাছ ধরার জাল পাতে। কে বা কাহারা রাতে তার জাল কেটে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে গোলক নগর গ্রামে চেয়ারম্যান মফিজ উদ্দিন গ্রুপের সমর্থক সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের সমর্থক সাঈদ বিশ্বাসরক ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই নিহত হন। এ
ঘটনা নিয়ে উভয় গ্রুপের সমর্থকেরা দেশী-অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০জন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শৈলকুপাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িতেও হামলা ও ভাংচুর করা হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে শাহীন বিশ্বাস, বকু কাজী ও জোয়াদ আলী নামের তিনজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বিজনেস আওয়ার/২ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: