বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এবং ইবনে সিনা ইতিমধ্যে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের ব্যবসায় মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুইটি লভ্যাংশের চেয়ে বেশি পরিমাণ মুনাফা রিজার্ভ ফান্ডে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত বছরে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ৫১ শতাংশ নগদ এবং ইবনে সিনা ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত বছরে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৫.১৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ২৫০ কোটি ৪৯ লাখ ১৪ হাজার ৬৯৭ টাকা। এখান থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫১ শতাংশ অর্থাৎ ৫.১০ টাকা করে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এহিসেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে ৮৪ কোটি ১০ লাখ ১৮ হাজার ১০১ টাকা। আর বাকি ১৬৬ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৫৯৬ টাকা কোম্পানিটি রিজার্ভ ফান্ডে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ইবনে সিনার শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৯.৩৮ টাকা। এহিসেবে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৬০ কোটি ৫৫ লাখ ০১ হাজার ৪৯১ টাকা। এখান থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ অর্থাৎ ৬ টাকা করে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এহিসেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে ১৮ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৭৬২ টাকা। আর বাকি ৪১ কোটি ৮০ লাখ ৩৯ হাজার ৭২৯ টাকা কোম্পানিটি রিজার্ভ ফান্ডে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২৩/পিএস