স্পোর্টস ডেস্ক : অনন্য এক দৃশ্যের স্বাক্ষী হতে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। রবিবার (০৩ সেপ্টেম্বর) দেশের ক্রিকেট ও ফুটবল একইসঙ্গে যেন গেঁথে গেল একই সুতার বাঁধনে। জাতীয় ক্রিকেট দল ও জাতীয় ফুটবল দল এদিন মাঠে নামবে একই দেশের বিপক্ষে খেলতে। দেশটি আফগানিস্তান।
একদিকে লাহোরে এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগান ক্রিকেট দলের মুখোমুখি হবে সাকিব আল হাসানেরা। অন্যদিকে কিংস অ্যারেনায় আফগানিস্তান ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে জামাল ভূঁইয়ারা।
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে যেকোনো মূল্যে জয় বাগিয়ে আনতে হবে টাইগারদের। কেননা ইতোমধ্যেই লঙ্কানদের বিপক্ষে হেরে এশিয়া কাপের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় ক্রিকেট দলকে।
ইতোমধ্যেই খাঁদের কিনারায় পৌঁছে গেছে হাথুরু শীষ্যরা। আফগানদের বিপক্ষে কোনোভাবে পা হড়কালেই শেষ হয়ে যাবে টাইগারদের এশিয়া কাপের মিশন। এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও তাদের ফিরতে হবে একেবারে খালি হাতেই।
অপরদিকে জামালদের জন্য ম্যাচটি অতটা গুরুত্বপূর্ণ নয়। কেননা সেটি প্রীতি ম্যাচ। এখানে হার জিতের কোনো হিসেবই নেই এই ম্যাচে।
তবে ক্রিকেট-ফুটবল দুই খেলাতেই আফগান বধের বিষয়ে বেশ আশাবাদী জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২৩/পিএস