ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলার পরিকল্পনাকারী আলাউদ্দিন গ্রেপ্তার

  • পোস্ট হয়েছে : ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • 98

ঝিনাইদহ প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: আলাউদ্দিনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।

আলাউদ্দিনকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। রবিবার (০৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন জানান, ২০০২ সালের ৩০ আগস্টে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় তৎকালীন বিরোধী দলী নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ গাড়ী বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিষ্ফোরক আইনে ৩টি মামলা করা হয়। সেই মামলায় বিচার কার্য শেষে চলতি বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ বিজ্ঞ আদালত আলাউদ্দিনসহ ৪৮ আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এর মধ্যে আলাউদ্দিনকে পৃথক ৩টি মামলায় মোট ১৬ বছরের সাজা প্রদান করা হয়।

বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২৩/রাজিব/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলার পরিকল্পনাকারী আলাউদ্দিন গ্রেপ্তার

পোস্ট হয়েছে : ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩

ঝিনাইদহ প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: আলাউদ্দিনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।

আলাউদ্দিনকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। রবিবার (০৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন জানান, ২০০২ সালের ৩০ আগস্টে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় তৎকালীন বিরোধী দলী নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ গাড়ী বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিষ্ফোরক আইনে ৩টি মামলা করা হয়। সেই মামলায় বিচার কার্য শেষে চলতি বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ বিজ্ঞ আদালত আলাউদ্দিনসহ ৪৮ আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এর মধ্যে আলাউদ্দিনকে পৃথক ৩টি মামলায় মোট ১৬ বছরের সাজা প্রদান করা হয়।

বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২৩/রাজিব/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: