স্পোর্টস ডেস্ক: মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে নেমে বাজিমাত করলেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে বিপর্যয় সামাল দিয়েছেন। পরে নাজমুল হোসেন শান্তকে নিয়ে গড়েছেন দারুণ এক জুটি। এরপর দুজনেই পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা। সেই সাঙ্গে ৫০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এর আগে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। তাই আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন বাঁচা-মরার লড়াই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে টাইগাররা। দুই ওপেনার নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজের জুটিতে বড় ধরনের রান আসে।
তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হাসান শান্ত এবং মেহেদী হাসান মিরাজের ১৯৪ রানের অনবদ্য জুটিতে ভর করে নতুন এক রেকর্ডের সাক্ষী হলো গাদ্দাফি স্টেডিয়াম। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোরের নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। ম্যাচের ৪৮তম ওভারে রশিদ খানের বলে ছয় মেরে দলের রানকে ৩১১ তে নিয়ে যান সাকিব আল হাসান।
দিনের শুরুতেই চমক উপহার দিয়েছে বাংলাদেশ। শামীম পাটোয়ারীর অভিষেকের ম্যাচে মেহেদী মিরাজকে পাঠানো হয় মেইক শিফট ওপেনার হিসেবে। তাতে অবশ্য ফল এসেছে। নাঈম আর মিরাজের জুটি থেকে এসেছে ৬০ রান। মুজিবের বলে নাঈম বোল্ড হলে ভাঙে তাদের জুটি।
এরপর উইকেটে এসে থিতু হতে পারেননি তাওহীদ হৃদয়। ২ বলে ০ করেই ফিরতে হয়েছে তাকে। এরপরেই আসেন নাজমুল হাসান শান্ত। শান্তর সঙ্গে মিরাজের জুটিও গড়েছে রেকর্ড। তৃতীয় উইকেটে আফগানদের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। রেকর্ড গড়া জুটির পথে মিয়াজ-শান্ত দুজনেই পেয়েছেন সেঞ্চুরি।
বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ