বিজনেস আওয়ার প্রতিবেদক : এবার কক্সবাজার জেলা পুলিশের ১ হাজার ১৪১ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে। এর আগেও তিন দফায় ২৭২ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জেলা পুলিশের ১ হাজার ১৪১ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে। তাঁরা বর্তমানে জেলার আটটি থানা, একাধিক পুলিশ ফাঁড়ি, আদালত, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ট্রাফিক বিভাগে কর্মরত। এর আগে পুলিশ সুপার থেকে শুরু করে এএসআই পর্যন্ত পদবির আরও ২৭২ জন পুলিশ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে।
গত ১৭ জুলাই সদর দপ্তরের নির্দেশে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়। গতকাল তিনি রাজশাহীর উদ্দেশে কক্সবাজার ছাড়েন। কক্সবাজারে তাঁর স্থলাভিষিক্ত হন ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামান।
২১ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আরও সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পরের দিন আরেক প্রজ্ঞাপনে বদলি করা হয় ২৬৪ জন পুলিশ কর্মকর্তাকে। এর মধ্যে ৩৪ জন পুলিশ পরিদর্শক, ২৩০ জন এসআই ও এএসআই।
বিজনেস আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২০/কমা