বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠানো রেমিট্যান্সের প্রতি ডলারের বিপরীতে প্রণোদনাসহ সর্বোচ্চ ১১২.২৪ টাকা পাবেন।
এর মধ্যে ব্যাংক থেকে পাবেন ১০৯.৫০ টাকা। আর সরকার থেকে প্রণোদনা আড়াই শতাংশ হিসাবে পাবেন ২.৭৪ টাকা। গত রবিবার থেকে যেসব রেমিট্যান্সের ডলার ব্যাংকিং চ্যানেল বা এক্সচেঞ্জ হাউজে জমা হবে সেগুলোর বিপরীতে ওই হারে টাকা পাওয়া যাবে। ডলারের দাম বাড়ানোর কারণে প্রবাসীরাও রেমিট্যান্সের বিপরীতে বাড়তি অর্থ পাচ্ছেন।
সূত্র জানায়, আগে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রতি ডলারে প্রণোদনাসহ পেতেন ১১১.৭২ টাকা। এর মধ্যে প্রতি ডলারে পেতেন ১০৯ টাকা ও প্রণোদনা হিসাবে পেতেন ২.৭২ টাকা। সব মিলে এখন প্রতি ডলারে ০.৫২ টাকা বেশি পাবেন।
রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার ব্যাংকিং চ্যানেলে পাঠানো ডলারের বিপরীতে প্রণোদনা হিসাবে আড়াই শতাংশ বাড়তি অর্থ দিচ্ছে। এর সঙ্গে ডলারের বিনিময় হার বাড়ানোর কারণেও প্রবাসীরা বাড়তি অর্থ পাচ্ছেন।
বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০২৩/পিএস