ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালালে স্বর্ণ গায়েব মামলা ডিবিতে হস্তান্তর

  • পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • 61

বিজনেস আওয়ার প্রতিবেক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমসের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ গায়েবের ঘটনায় দায়ের হওয়া মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের জন্যই মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

Google news
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি প্রধান বলেন, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে মামলাটি থানা পুলিশের কাছ থেকে শীর্ষ কর্মকর্তাদের সিদ্ধান্তে স্থানান্তর করা হয়েছে। মামলাটি গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ তদন্ত করবে।

উল্লেখ্য রবিবার (৩ সেপ্টেম্বর) বিমানবন্দর কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ উধাও হয়ে যায়। পরে এ ঘটনায় মামলা দায়ের করে কাস্টমস কর্তৃপক্ষ। উধাও হওয়া স্বর্ণের দাম প্রায় ১৫ কোটি টাকা। পরে এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে। আসামি করা হয়েছে অজ্ঞাত। এরপরই পুলিশ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে কাস্টসের ২ কর্মকর্তাসহ মোট আট জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০৩৪/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শাহজালালে স্বর্ণ গায়েব মামলা ডিবিতে হস্তান্তর

পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমসের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ গায়েবের ঘটনায় দায়ের হওয়া মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের জন্যই মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

Google news
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি প্রধান বলেন, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে মামলাটি থানা পুলিশের কাছ থেকে শীর্ষ কর্মকর্তাদের সিদ্ধান্তে স্থানান্তর করা হয়েছে। মামলাটি গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ তদন্ত করবে।

উল্লেখ্য রবিবার (৩ সেপ্টেম্বর) বিমানবন্দর কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ উধাও হয়ে যায়। পরে এ ঘটনায় মামলা দায়ের করে কাস্টমস কর্তৃপক্ষ। উধাও হওয়া স্বর্ণের দাম প্রায় ১৫ কোটি টাকা। পরে এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে। আসামি করা হয়েছে অজ্ঞাত। এরপরই পুলিশ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে কাস্টসের ২ কর্মকর্তাসহ মোট আট জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০৩৪/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: