বিজনেস আওয়ার প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে বিএনপি এখন বড় বড় কথা বলে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কেউ তাদের তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার সমর্থন করেনি।
বুধবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ড. মুহাম্মদ ইউনূসের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। বিএনপি এভাবে আশ্রয় নিয়ে খুন, মানুষ পোড়ানো ও ধ্বংসাত্মক রাজনীতি করে। যাদের জন্মটাই খুন ও রক্তের ওপর দাঁড়িয়ে, তাদের হাতে কখনও দেশের উন্নয়ন-অগ্রগতি হয় না।
তিনি বলেন, নোবেল পুরস্কার পেলেই কি কেউ আইনের ঊর্ধ্বে? দেশের রাষ্ট্রপতি হলে কি কেউ আইনের ঊর্ধ্বে? রাষ্ট্রপতি এরশাদকেও কয়েক বছর জেল খাটতে হয়েছে। খালেদা জিয়াও শাস্তি ভোগ করছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও কিছুদিনের জন্য জেলখানায় যেতে হয়েছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান দুই কুশীলব খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। এই দায় তারা কখনও এড়াতে পারবে না।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ক্ষমতার জন্য রাজনীতি করলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। আইয়ুব খান প্রধানমন্ত্রী হতে বঙ্গবন্ধুকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২৩/পিএস