ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সময়টা খুব ভালো না : কাদের

  • পোস্ট হয়েছে : ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • 49

বিজনেস আওয়ার প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে দুষ্ট লোকের সংখ্যা বেড়ে গেছে। সময়টা খুব ভালো নয়। এখানে (দেশে) অসুরের আস্ফালন আছে, অশান্তির হুমকি আছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মিছিলপূর্ব আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালানোর পর এবার ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।

তিনি বলেন, রাজনীতিতে সনাতন ধর্মের মানুষের কাছে শেখ হাসিনার চেয়ে আপন কেউ নেই। আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই-বোনরা নিরাপদে ছিলেন। তবে এবার আমি ভয় পাচ্ছি। কোনো অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে যদি এমন কোনো ঘটনা ঘটায়, যা হিন্দুদের বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজি সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/ ০৬ সেপ্টেম্বর,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সময়টা খুব ভালো না : কাদের

পোস্ট হয়েছে : ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে দুষ্ট লোকের সংখ্যা বেড়ে গেছে। সময়টা খুব ভালো নয়। এখানে (দেশে) অসুরের আস্ফালন আছে, অশান্তির হুমকি আছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মিছিলপূর্ব আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালানোর পর এবার ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।

তিনি বলেন, রাজনীতিতে সনাতন ধর্মের মানুষের কাছে শেখ হাসিনার চেয়ে আপন কেউ নেই। আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই-বোনরা নিরাপদে ছিলেন। তবে এবার আমি ভয় পাচ্ছি। কোনো অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে যদি এমন কোনো ঘটনা ঘটায়, যা হিন্দুদের বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজি সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/ ০৬ সেপ্টেম্বর,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: