বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামি আব্দুস সালামের (৭০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুস সালামকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মনির বলেন, সালাম বিকেলের দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কারারক্ষীদের কাছ থেকে জানা গেছে, ওই ব্যক্তি বিডিআর বিদ্রোহ মামলার আসামি। হাজতি হিসেবে বন্দী ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তার বাবার নাম মৃত আব্দুল ওয়াহেদ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।
বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ