আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত প্রবাসীরা চলমান রিক্যালিব্রেশন (আরটিকে) ২.০ প্রোগ্রামের আওতায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। রিক্যালিব্রেশন (আরটিকে ২.০) এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। তবে, এ কার্যক্রম শেষ হওয়ার পর নতুন করে আর কোনো বৈধকরণের সুযোগ দেওয়া হবেনা বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম কসমোর এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (৬ সেপ্টেম্বর) দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ একটি বিবৃতি দিয়েছেন। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।
বিবৃতিতে রুসলিন জুসোহ বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) ২.০-এর পর নতুন করে আর কোনো বৈধকরণ কর্মসূচি নেওয়া হবে না। বিদেশি নাগরিক যারা গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ ছিলেন, তারা চলমান কর্মসূচির মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন। এ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি বা অস্বস্তি সৃষ্টি করতে পারে– এমন ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানানো হয় বিবৃতিতে।
সম্প্রতি দেশটিতে অবৈধ প্রবাসীদের বৈধকরণ কার্যক্রম নিয়ে একটি হোয়াটসঅ্যাপ ভয়েস বার্তা ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়েছে, চলতি বছর মালয়েশিয়ায় প্রবেশ করা পাঁচ হাজার আবেদনকারীদের বিশেষ অনুমোদন দেওয়া হবে। এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে বিদেশি নাগরিকদের মধ্যে বিভ্রান্তি বা অস্বস্তি সৃষ্টি না করার আহ্বান জানান রুসলিন জুসোহ।
বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ