বিজনেস আওয়ার প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সব উন্নত দেশের উন্নয়নের ইতিহাস জনপ্রতিনিধিদের মাধ্যমেই পরিবর্তিত হয়েছে। জনপ্রতিনিধিরা যদি দক্ষ হন, সেই দক্ষতার ছোঁয়া জনগণের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। জনপ্রতিনিধিরা চেষ্টা করলে জনগণের ভাগ্য আমূল পরিবর্তন করা সম্ভব।
শনিবার ঢাকায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলদের জন্য আয়োজিত পাঁচ দিনব্যাপী সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।
বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের জন্য জনগণের উদ্ভাবনী শক্তির ওপর গুরুত্ব আরোপ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় মানুষ সুযোগ পেলে অনেক কঠিন সমস্যার বেশ সহজ সমাধান বের করে ফেলতে পারে। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজস্ব আদায়ের ওপর গুরুত্ব আরোপ করে মো. তাজুল ইসলাম বলেন, মানুষ যদি তাদের প্রদত্ত করের টাকায় বিভিন্ন নাগরিক সুবিধা ভোগ করে, তাহলে কর দিতে উৎসাহ পায়। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে।
জনগণের ইচ্ছায় জনপ্রতিনিধিদের দ্বারা শাসনব্যবস্থাই গণতন্ত্র, এ কথা উল্লেখ করে আরও বলেন, তবে সেই জনপ্রতিনিধিদেরও বিভিন্ন বিষয়ে জানার দরকার আছে বলেই আজকের এই প্রশিক্ষণ। সময়ের সাথে মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় নানা আইনের পরিবর্তন হয়। সে বিষয়ে জনপ্রতিনিধিদের ধারণা থাকতে হবে।
খুলনার সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ প্রশিক্ষণকে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে বলেন, আশা করি খুলনার বিভিন্ন এলাকার কাউন্সিলরগণ তাদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধানের ত্বরিত ব্যবস্থা নিতে পারবেন। এই প্রশিক্ষণের ফলে তারা নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে আরও বেশি উদ্বুদ্ধ হবেন।
বিজনেস আওয়ার/৯ সেপ্টেম্বর, ২০২৩/এমএজেড