স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দলীয় শতক পূরণের পর জোড়া আঘাত হেনেছেন বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম।
৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ক্রিজে থাকা উইকেটরক্ষক ব্যাটার সাদিরা সামারাবিক্রমা ১৯ রান করেছেন। তার সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভা।
এর আগে আউট হওয়া নিশাঙ্কা ৬০ বলে ৪০ রান করেছেন। কুশল মেন্ডিস ৭৩ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫০ করে আউট হয়েছেন। করুণারত্নে ১৮ রান করে ফিরেছেন। তাসকিনের বলে আশালঙ্কা ক্যাচ দিয়েছেন ১০ রান করে।
ওপেন করতে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। দলীয় ৩৫ রানের সময় ওপেনার করুনারত্নেকে ১৭ রানে আউট করেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় জুটিতে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন নিশাঙ্কা ও মেন্ডিস। তবে শরীফুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে ৪০ রানে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার নিশাঙ্কা। আউট হওয়ার আগে ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে শরীফুলের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান মেন্ডিস।
বাংলাদেশ আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
বিজনেস আওয়ার/ ০৯ সেপ্টেম্বর,২০২৩/এসএস