ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অন্য কোম্পানি ব্যবহার করছে নর্দার্ণ জুটের প্রধান অফিস

  • পোস্ট হয়েছে : ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • 35

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রধান অফিস অন্য একটি কোম্পানি ব্যবহার করছে বলে জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রবিবার (১০ সেপ্টেম্বর) ডিএসই তাদের ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করে।

ডিএসই জানিয়েছে, বন্ধ থাকার কারণে নর্দার্ণ জুটের কারখানায় প্রবেশ করতে পারেনি ডিএসই। এরপর ডিএসই কোম্পানিটির প্রধান অফিস পরিদর্শনে যায়। কিন্তু নর্দার্ণ জুটের প্রধান অফিসে বর্তমানে ওএমসি লিমিটেড নামে অন্য একটি কোম্পানি ব্যবহার করছে।

এর আগে চলতি মাসের গত ৪ সেপ্টেম্বর ডিএসইর একটি প্রতিনিধি দল নর্দার্ণ জুটের কারখানা পরিদর্শন করে। কারখানাটি বন্ধ থাকায় ডিএসইর প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে প্রতিনিধি দল নর্দার্ণ জুটের বর্তমান অবস্থা সম্পর্কে কোনও তথ্য জানতে পারেনি।

উল্লেখ্য, শেয়ারবাজারে নর্দার্ণ জুট ১৯৯৪ সালে তালিকাভুক্ত হয়। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। ১০ টাকা ফেসভ্যালু হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ১৫.০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮৪.৯১ শতাংশ শেয়ার রয়েছে।

বিজনেস আওয়ার/১০ সেপ্টেম্বর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অন্য কোম্পানি ব্যবহার করছে নর্দার্ণ জুটের প্রধান অফিস

পোস্ট হয়েছে : ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রধান অফিস অন্য একটি কোম্পানি ব্যবহার করছে বলে জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রবিবার (১০ সেপ্টেম্বর) ডিএসই তাদের ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করে।

ডিএসই জানিয়েছে, বন্ধ থাকার কারণে নর্দার্ণ জুটের কারখানায় প্রবেশ করতে পারেনি ডিএসই। এরপর ডিএসই কোম্পানিটির প্রধান অফিস পরিদর্শনে যায়। কিন্তু নর্দার্ণ জুটের প্রধান অফিসে বর্তমানে ওএমসি লিমিটেড নামে অন্য একটি কোম্পানি ব্যবহার করছে।

এর আগে চলতি মাসের গত ৪ সেপ্টেম্বর ডিএসইর একটি প্রতিনিধি দল নর্দার্ণ জুটের কারখানা পরিদর্শন করে। কারখানাটি বন্ধ থাকায় ডিএসইর প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে প্রতিনিধি দল নর্দার্ণ জুটের বর্তমান অবস্থা সম্পর্কে কোনও তথ্য জানতে পারেনি।

উল্লেখ্য, শেয়ারবাজারে নর্দার্ণ জুট ১৯৯৪ সালে তালিকাভুক্ত হয়। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। ১০ টাকা ফেসভ্যালু হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ১৫.০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮৪.৯১ শতাংশ শেয়ার রয়েছে।

বিজনেস আওয়ার/১০ সেপ্টেম্বর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: