ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

  • পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • 100

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বে পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান বৃষ্টিতে ভেসে গিয়েছিলো। সুপার ফোরেও আছে একই সম্ভাবনা। বৃষ্টি সম্ভাবনা থাকলেও নির্ধারিত সময়েই হয়েছে টস। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারত আজকে জয় পেলে ফাইনালে যাওয়ার রেসে টিকে থাকবে। অন্যদিকে পাকিস্তান ম্যাচটিতে জয় তুলে নিয়ে বলা যায় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে।

দুই দলের ক্রিকেটযুদ্ধ একসময় নিয়মিত হলেও এখন তার দেখা মেলে কেবল আইসিসি ও এসিসি টুর্নামেন্টের বদৌলতে। রাজনৈতিক জটিলতার কারণে ২০১২ সালের পর থেকে হয়নি দ্বিপাক্ষিক সিরিজ। তবু বছরখানেকের বিরতিতে দেখা হয় দুই দলের। আর তা নিয়েই উন্মত্ত থাকে ক্রিকেট দুনিয়া। এবারের এশিয়া কাপে একই গ্রুপে পড়ায় একাধিকবারই তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

যদিও গ্রুপপর্বে ভারত পুরো ব্যাট করলেও পাকিস্তান ব্যাটিংয়ে নামতে পারেনি। ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। একই শঙ্কা সুপার ফোরেও মাথায় নিয়েই নামছে দুদল। তবে ম্যাচটির জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ভারত-পাকিস্তান আজ ন্যুনতম ২০ ওভার খেলতে না পারলে আগামীকাল (সোমবার) তারা অবারও মুখোমুখি হবে।

এর আগে নিজেদের মাটিতে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল বাবরের দল। ভারতের বিপক্ষে ম্যাচের আগেরদিনই (শনিবার) তারা একাদশ ঘোষণা করেছিল। অন্যদিকে এই রাউন্ডে এটাই ভারতের প্রথম ম্যাচ। এই ম্যাচে তারা দুটি পরিবর্তন এনেছে। জসপ্রীত বুমরাহ দলে ফেরায় আবারও একাদশের বাইরে পাঠানো হয়েছে মোহাম্মদ শামিকে। এছাড়া শ্রেয়াশ আইয়ারের পরিবর্তে একাদশে এসেছেন লোকেশ রাহুল।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈষাণ কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

বিজনেস আওয়ার/ ১০ সেপ্টেম্বর,২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বে পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান বৃষ্টিতে ভেসে গিয়েছিলো। সুপার ফোরেও আছে একই সম্ভাবনা। বৃষ্টি সম্ভাবনা থাকলেও নির্ধারিত সময়েই হয়েছে টস। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারত আজকে জয় পেলে ফাইনালে যাওয়ার রেসে টিকে থাকবে। অন্যদিকে পাকিস্তান ম্যাচটিতে জয় তুলে নিয়ে বলা যায় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে।

দুই দলের ক্রিকেটযুদ্ধ একসময় নিয়মিত হলেও এখন তার দেখা মেলে কেবল আইসিসি ও এসিসি টুর্নামেন্টের বদৌলতে। রাজনৈতিক জটিলতার কারণে ২০১২ সালের পর থেকে হয়নি দ্বিপাক্ষিক সিরিজ। তবু বছরখানেকের বিরতিতে দেখা হয় দুই দলের। আর তা নিয়েই উন্মত্ত থাকে ক্রিকেট দুনিয়া। এবারের এশিয়া কাপে একই গ্রুপে পড়ায় একাধিকবারই তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

যদিও গ্রুপপর্বে ভারত পুরো ব্যাট করলেও পাকিস্তান ব্যাটিংয়ে নামতে পারেনি। ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। একই শঙ্কা সুপার ফোরেও মাথায় নিয়েই নামছে দুদল। তবে ম্যাচটির জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ভারত-পাকিস্তান আজ ন্যুনতম ২০ ওভার খেলতে না পারলে আগামীকাল (সোমবার) তারা অবারও মুখোমুখি হবে।

এর আগে নিজেদের মাটিতে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল বাবরের দল। ভারতের বিপক্ষে ম্যাচের আগেরদিনই (শনিবার) তারা একাদশ ঘোষণা করেছিল। অন্যদিকে এই রাউন্ডে এটাই ভারতের প্রথম ম্যাচ। এই ম্যাচে তারা দুটি পরিবর্তন এনেছে। জসপ্রীত বুমরাহ দলে ফেরায় আবারও একাদশের বাইরে পাঠানো হয়েছে মোহাম্মদ শামিকে। এছাড়া শ্রেয়াশ আইয়ারের পরিবর্তে একাদশে এসেছেন লোকেশ রাহুল।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈষাণ কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

বিজনেস আওয়ার/ ১০ সেপ্টেম্বর,২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: