বিজনেস আওয়ার প্রতিবেদক: স্বাস্থ্যখাতে সরকারের সর্বগ্রাসী দুর্নীতিই ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১০ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে দলের আয়োজিত এক সংবাদ সম্মেলনের বিএনপি মহাসচিব এ অভিযোগ প্রকাশ করেন।
তিনি বলেন, অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থতা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণে সিটি করপোরেশন একেবারে নির্বিকার। ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ।
মির্জা ফখরুল বলেন, ‘স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দুর্ণীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারী আকার ধারণ করেছে। এবছর অতীতের সকল রেকর্ড ভেঙে ডেঙ্গু আর্বিভূত হয়েছে। সংবাদ মাধ্যমে ডেঙ্গু জ্বরে মৃত্যু হচ্ছে প্রধান শিরোনাম। প্রতিদিনই গড়ে প্রায় ২০ জন করে মানুষ মারা যাচ্ছে।’
তিনি আরও অভিযোগ করে বলেন, নিম্ন মানের কীট ও সরকারের উদাসীনতার জন্য আমরা জানি না কী পরিমান রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আসল রোগীর সংখ্যা কত তা সহজে অনুমেয়… যে কয়েকগুন বেশি হবে।
মির্জা ফখরুল বলেন, ‘২০০০ সাল থেকে ডেঙ্গুকে আমরা চিনেছি, জানছি। ২০১৮ সালে এসে তা বিভেষিকাময় রুপ দেখায়। ডেঙ্গু শিশুরা বেশি আক্রান্ত। লাশের সারি বাড়ছে। কিন্তু সরকারের এসব নিয়ে চিন্তা নেই, উদ্যোগ নেই।’
ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা সরঞ্জামের দাম বৃদ্ধি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির করপোরেশন ডেঙ্গু প্রতিরোধের নামে হাজার কোটি টাকা দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে নেতা-কর্মীদের এগিয়ে পাশে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব আবদুস সালাম প্রমূখ উপস্থিত ছিলেন।
বিজনেস আওয়ার/ ১০ সেপ্টেম্বর,২০২৩/এএইচএ