ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পোস্ট অফিসের পার্সেলে এলো ৮৫১ কেজি গাঁজা

  • পোস্ট হয়েছে : ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • 60

অনলাইন ডেস্ক: এবার গাঁজা পাচারের জন্য ভারতীয় পোস্ট অফিসকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে মাদক কারবারিরা। পোস্ট অফিসের মাধ্যমে গাঁজা পাচারকালে ৮৫১ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতা শহরে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মোটরসাইকেলে চেপে পোস্ট অফিসে পার্সেলে নিতে যান দুই যুবক। প্যাকেটে মোড়ানো দুটি বাক্স নিয়ে দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা ছিল তাদের। কিন্তু হঠাৎ করে তাদের সামনে হাজির হল কয়েকজন ব্যক্তি। কিছু বোঝার আগেই দুই যুবককে থামালেন তারা। আর তাদের হাতে থাকা বাক্স দুটিও নিয়ে নেন।

এর মধ্যে একটি বাক্সে ছিল দামি জামা এবং জুতা। আর অপরটিতে বিদেশি সংবাদপত্রে মোড়া বিদেশি গাঁজা। পরে ওই দুই যুবককে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

উন্নত মানের প্রায় ৮৫১ কেজি গাঁজা জব্দ করেছে কলকাতা পুলিশের এসটিএফ। গ্রেফতাররা হলেন তনিষ্ক পাণ্ডে এবং বিবেক অগ্রহরি। গতকাল শনিবার তাদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। আদালত আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

গোয়েন্দাদের অনুমান, জব্দ করা ওই গাঁজা বিশ্বের সব চেয়ে দামি এবং কড়া প্রজাতির। ভারতে এ ধরনের গাঁজা পাওয়া যায় না। অনলাইনে মাদক বিক্রির এই ব্যবসা চলে ডার্ক ওয়েবের মাধ্যমে। ফলে গোয়েন্দাদের পক্ষেও ধরা সম্ভব হয় না কে গাঁজা পাচার করছে আর তা কার কাছে পৌঁছাচ্ছে।

গত শুক্রবারও ওই পদ্ধতিতেই বিদেশ থেকে মুকুন্দপুরের পোস্ট অফিসে গাঁজা পৌঁছেছিল। প্রাথমিক তদন্তের পরে গোয়েন্দাদের ধারণা, কম্বোডিয়া থেকে পাঠানো হয়েছিল ওই গাঁজা।

বিজনেস আওয়ার/ ১০ সেপ্টেম্বর,২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পোস্ট অফিসের পার্সেলে এলো ৮৫১ কেজি গাঁজা

পোস্ট হয়েছে : ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক: এবার গাঁজা পাচারের জন্য ভারতীয় পোস্ট অফিসকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে মাদক কারবারিরা। পোস্ট অফিসের মাধ্যমে গাঁজা পাচারকালে ৮৫১ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতা শহরে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মোটরসাইকেলে চেপে পোস্ট অফিসে পার্সেলে নিতে যান দুই যুবক। প্যাকেটে মোড়ানো দুটি বাক্স নিয়ে দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা ছিল তাদের। কিন্তু হঠাৎ করে তাদের সামনে হাজির হল কয়েকজন ব্যক্তি। কিছু বোঝার আগেই দুই যুবককে থামালেন তারা। আর তাদের হাতে থাকা বাক্স দুটিও নিয়ে নেন।

এর মধ্যে একটি বাক্সে ছিল দামি জামা এবং জুতা। আর অপরটিতে বিদেশি সংবাদপত্রে মোড়া বিদেশি গাঁজা। পরে ওই দুই যুবককে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

উন্নত মানের প্রায় ৮৫১ কেজি গাঁজা জব্দ করেছে কলকাতা পুলিশের এসটিএফ। গ্রেফতাররা হলেন তনিষ্ক পাণ্ডে এবং বিবেক অগ্রহরি। গতকাল শনিবার তাদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। আদালত আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

গোয়েন্দাদের অনুমান, জব্দ করা ওই গাঁজা বিশ্বের সব চেয়ে দামি এবং কড়া প্রজাতির। ভারতে এ ধরনের গাঁজা পাওয়া যায় না। অনলাইনে মাদক বিক্রির এই ব্যবসা চলে ডার্ক ওয়েবের মাধ্যমে। ফলে গোয়েন্দাদের পক্ষেও ধরা সম্ভব হয় না কে গাঁজা পাচার করছে আর তা কার কাছে পৌঁছাচ্ছে।

গত শুক্রবারও ওই পদ্ধতিতেই বিদেশ থেকে মুকুন্দপুরের পোস্ট অফিসে গাঁজা পৌঁছেছিল। প্রাথমিক তদন্তের পরে গোয়েন্দাদের ধারণা, কম্বোডিয়া থেকে পাঠানো হয়েছিল ওই গাঁজা।

বিজনেস আওয়ার/ ১০ সেপ্টেম্বর,২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: