আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ২০২৪ সালের জি-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে আসেন, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে না।
শনিবার (৯ সেপ্টেম্বর) দিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে এক নিউজ শোতে লুলা এ কথা বলেন। তিনি জানান, পুতিনকে ব্রাজিলে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।
বিশ্বের শীর্ষ উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর পরবর্তী সভাপতি ব্রাজিল। বিদায়ী সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে লুলার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, পুতিন সহজেই ব্রাজিলে যেতে পারেন। আমি আপনাকে বলছি আমি যদি তখনও ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি, তবে তিনি ব্রাজিলে আসতে পারবেন এবং কেউই তাকে গ্রেপ্তার করতে পারবে না।
বিজনেস আওয়ার/১১ সেপ্টেম্বর, ২০২৩/পিএস