বিজনেস আওয়ার প্রতিবেদক : সোমবার (১১ সেপ্টেম্বর) শেয়ারবাজারে যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে এর মধ্যে অর্ধেই রয়েছে বীমা খাতের। তবে খাদ্য ও আনুষঙ্গিক খাতেরও বেশি কিছু প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। এতেও পতন ঠেকানো গেল না শেয়ারবাজারে।
আগের কার্যদিবস বড় পতন হলেও আজ সামান্যই কমেছে সূচক। তবে টাকার পরিমাণ লেনদেন নেমেছে চারশত কোটি টাকার ঘরে। আজ শেয়ারবাজারে উত্থানের চেয়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮৩.৮৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১.৮৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ০.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬১.৮৪ পয়েন্টে ও দুইহাজার ১২৮.৯১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির বা ২২.৩৩ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৮১টির বা ২৭ শতাংশের এবং ১৫২টির বা ৫০.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪৪৬ কোটি ০২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৯ কোটি ৯৬ লাখ টাকা কম । আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৩৫ কোটি ৯৮ লাখ টাকার।
এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯০.৯৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.৯৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬.৮৪ পয়েন্ট ও সিএসআই ০.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১৪.৭১ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৯.১৪ পয়েন্টে ও একহাজার ১৭০.৭৮ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ০.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একহাজার ৩০৪.৩৯ পয়েন্টে।
আজ সিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ৭ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১১ সেপ্টেম্বর, ২০২৩/পিএস