মোহাম্মদ আনিসুজ্জামান : শেয়ারবাজারের বেঁধে দেওয়া নিয়ম প্রতিপালন, কারসাজি, উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখতে তালিকাভুক্ত ১৪ কোম্পানি পরিদর্শনে মাঠে নেমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর আগে সকল আনুষ্ঠানিকতার পর গত ৩১ জুলাই কোম্পানিগুলোর পরিদর্শন করার ক্ষেত্রে রেগুলেটরদের অনুমতি মিলেছে। ইতিমধ্যে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিটিতে পরিদর্শন করে সরেজমিনে অনিয়মের প্রমান পেয়েছে ডিএসই।
কোম্পানিগুলোর পরিদর্শনের অনুমতির প্রসঙ্গে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, শেয়ারবাজারের তালিকাভুক্ত ১৪ কোম্পানির পরিদর্শন লক্ষ্যে মাঠে নেমেছে ডিএসই। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই ১৪ কোম্পানি পরিদর্শন করতে আমাদের অনুমতি দিয়েছে। সেই মোতাবেক, আমরা কাজ শুরু করেছি। পরিদর্শন চলছে। দ্রুত সময়ের মধ্যে পরিদর্শন কাজ শেষ করবো।
নিয়ম অনুসারে, “তালিকাভুক্ত কোন কোম্পানির পরিদর্শন করার ক্ষেত্রে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে জানাতে হবে। পাশাপাশি বিএসইসির অনুমতিক্রমে কোম্পানি পরিদর্শন করতে হবে।”
ডিএসইর এক কর্মকর্তা বলেন, নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ৪২ কোম্পানির পরিদর্শন করবে সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। কিন্তু ১৪ কোম্পানি পরিদর্শন করার অনুমতি পেয়েছে। যেসব কোম্পানি ডিএসই পরিদর্শন অনুমতি পেয়েছে, সেগুলো হলো- ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিলস, সেন্ট্রাল ফার্মা, সিভিও পেট্রোমিক্যালস, দুলামিয়া কর্টন স্পিনিং মিলস, ফ্যামিলিটেক্স (বিডি), কেয়া কসমেটিকস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং, দি ঢাকা ডায়িং এন্ড ম্যানুফ্যাকচারিং, উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরী, জাহিন স্পিনিং, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ।
অবশ্য এর মধ্যে গত সপ্তাহে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং পরিদর্শন করেছে ডিএসই। ওই সময়ে কোম্পানিটির কারখানার প্রাঙ্গণ বন্ধ ছিল। ফলে কারখানার ভিতরে প্রবেশ করতে পারেনি ডিএসই। এছাড়া নর্দান জুটের প্রধান কার্যালয় তদন্ত করতে গিয়েছিল ডিএসই। কিন্তু কোম্পানিটির প্রধান কার্যালয় অন্য নামের একটি কোম্পানি নাম ব্যবহার করছে। সরেজমিনে এমন তথ্য বেরিয়ে এসেছে।
আরও বলেন, কোম্পানিগুলো পরিদর্শন শেষে ডিএসই প্রতিবেদন আকারে বিএসইসিতে জমা দিবে। এরপর ডিএসই ওই প্রতিবেদনগুলোর ভিত্তিতে বিএসইসি প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এছাড়া বাকী ২৮ কোম্পানির পরিদর্শন বিষয়ে বিএসইসি পরে সিদ্ধান্ত নিবেন। সেই বিষয়ে যাচাই-বাছাই চলছে।
বিজনেস আওয়ার/১১ সেপ্টেম্বর, ২০২৩/এমএজেড