ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শৈলাকুপায় নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

  • পোস্ট হয়েছে : ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • 39

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৮ ঘন্টার পর ৬ বছর বয়সী প্রথম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সে ওই গ্রামের কৃষক খোকন ভুইয়ার মেয়ে ও পাশর্^বর্তি বকশিপুর প্রাইমারী বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

নিহতের স্বজনেরা জানান, সোমবার সকালে বাড়ি থেকে মায়ের কাছ থেকে গচ্ছিত চুল নিয়ে স্কুলে যাওয়ার পথে ওই চুল বিক্রী করে ছোন পাপড়ি কিনে খায়। এরপরে স্কুলের ছুটি হয়ে গেলেও শিশু জান্নাতি খাতুন বাড়িতে ফিরে আসেনি। এ সময় তার নিজ গ্রাম বাগুটিয়ার সব স্থানে ও আত্বীয় স্বজনদের বাড়িতে খোজাখুজি করার পরেও কোন সন্ধান না পাওয়ার ফলে থানায় সাধারণ ডায়েরী করেন।

পরিবার ও স্বজনদের খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বাড়ির পাশের পুকুরে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। শিশু জান্নাতির হাতে ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে অন্য কোথায় হত্যা করে পুকুর পাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা এমনটি ধারনা করছেন স্বজনেরা।

স্বজনেরা এ ঘটনার তদন্ত করে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, পুকুর থেকে উদ্ধার হওয়া নিহত শিশু শিক্ষার্থী জান্নাতির শরীরের একটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিস্কারভাবে বলতে পারবো কি করে হত্যা করা হয়েছে। তবে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

বিজনেস আওয়ার/১২ সেপ্টেম্বও, ২০২৩/রাজিব/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শৈলাকুপায় নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

পোস্ট হয়েছে : ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৮ ঘন্টার পর ৬ বছর বয়সী প্রথম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সে ওই গ্রামের কৃষক খোকন ভুইয়ার মেয়ে ও পাশর্^বর্তি বকশিপুর প্রাইমারী বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

নিহতের স্বজনেরা জানান, সোমবার সকালে বাড়ি থেকে মায়ের কাছ থেকে গচ্ছিত চুল নিয়ে স্কুলে যাওয়ার পথে ওই চুল বিক্রী করে ছোন পাপড়ি কিনে খায়। এরপরে স্কুলের ছুটি হয়ে গেলেও শিশু জান্নাতি খাতুন বাড়িতে ফিরে আসেনি। এ সময় তার নিজ গ্রাম বাগুটিয়ার সব স্থানে ও আত্বীয় স্বজনদের বাড়িতে খোজাখুজি করার পরেও কোন সন্ধান না পাওয়ার ফলে থানায় সাধারণ ডায়েরী করেন।

পরিবার ও স্বজনদের খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বাড়ির পাশের পুকুরে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। শিশু জান্নাতির হাতে ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে অন্য কোথায় হত্যা করে পুকুর পাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা এমনটি ধারনা করছেন স্বজনেরা।

স্বজনেরা এ ঘটনার তদন্ত করে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, পুকুর থেকে উদ্ধার হওয়া নিহত শিশু শিক্ষার্থী জান্নাতির শরীরের একটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিস্কারভাবে বলতে পারবো কি করে হত্যা করা হয়েছে। তবে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

বিজনেস আওয়ার/১২ সেপ্টেম্বও, ২০২৩/রাজিব/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: