বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানিতে সচিব নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো : বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড এবং গোল্ডেন সন লিমিটেড।
জানা গেছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেডের উপ-সচিব আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলামকে গত ১১ সেপ্টেম্বর কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর গোল্ডেন সনে মো. আব্দুর রাজ্জাকে গত ২ সেপ্টেম্বর কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/১৩ সেপ্টেম্বর, ২০২৩/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: