বিজনেস আওয়ার প্রতিবেদক: গতকাল ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান চার ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। এ সিরিজ দিয়েই অবসর ভেঙে মাঠে প্রত্যাবর্তন হয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। অবসর ভেঙে ফিরে আসার পর তৃতীয় ম্যাচেই খেললেন রেকর্ড গড়া এক ইনিংস। ইংলিশ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও এখন তার। আর রেকর্ড গড়তে গিয়ে ভেঙেছেন বন্ধু জেসন রয়ের সর্বোচ্চ রানের ইনিংসকে। স্টোকসের এমন দুর্দান্ত পারফর্মের দিনে ইংল্যান্ডও পেয়েছে বড় জয়।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। ইনিংসের প্রথম বলেই আউট হন জনি বেয়ারস্টো। এরপর দলীয় ১৩ রানের মাথায় ফেরেন জো রুটও।
তবে স্টোকসের অতিমানবীয় ব্যাটিংয়ে বিপর্যয় পাড়ি দিয়েছে ইংল্যান্ড। ইংলিশ এই অলরাউন্ডার ১২৪ বল খেলে সাজঘরে ফেরার আগে ১৫টি চার এবং ৯টি ছয়ে করেছেন ১৮২ রান। আর তাতে জেসন রয়ের রেকর্ড ভেঙে ইংলিশদের ক্রিকেট ইতিহাসে দুর্দান্ত এক মাইলফলক গড়েছেন স্টোকস।
ইংল্যান্ডের ইতিহাসে একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ছিল জেসন রয়ের। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে ১৮০ রান করেছিলেন তিনি। আর কাল এ রেকর্ড ভেঙেছেন স্টোকস।
কিউইদের বিপক্ষে আজ ইংলিশদের দ্বিতীয় উইকেটের পতনের পর ব্যাট হাতে মাঠে নেমে ১৮২ করেছেন তিনি। ৭৬ বলে সেঞ্চুরি করার পর দ্বি-শটকের লক্ষ্যে এগিয়ে যেতে থাকলেও বেন লিস্টারের বলে ক্যাচ তুলে আউট হন তিনি।
এর আগে তৃতীয় উইকেটে দাইয়িদ মালানের সঙ্গে ১৯৯ রানের এক জুটি গড়েছিলেন স্টোকস। মালান নিজেও যোগ্য সঙ্গে দিয়েছেন স্টোকসকে, ছিলেন শতক হাকানোর পথে। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতেই বোল্টের শিকার হয়ে ফিরতে হয় তাকে।
এদিকে স্টোকস ফেরার পর ইংল্যান্ড অলআউট হয়েছে ১১ বল বাকি থাকতেই। তবে ইংলিশদের বিশ্বকাপ জয়ের নায়কের অতিমানবীয় ইনিংসে ৩৬৮ রানের বড় সংগ্রহ পায় তারা।
এদিকে ইংল্যান্ডের দেয়া পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। দলীয় ২৪ রানের মাথায় দুই ওপেনারকে হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে দলীয় রান ৭০ না হতেই হারায় আরও ৩ উইকেট।
তবে কিছুটা প্রতিরধ গড়ার চেষ্টা করেছিলেন গ্লেন ফিলিপস। রাচিন রবীন্দ্র এবং কাইল জেমিসনের সঙ্গে যথাক্রমে গড়েছিলেন ৪৬ এবং ৫৭ রানের জুটি। তবে দুজনের কেউই তার সঙ্গে কাল ক্রিজে স্থির হতে পারেননি। এক পর্যায়ে ফিলিপস নিজেও আউট হয়ে যান ৭৬ বলে ৭২ রান করেই। ফলে শেষ পর্যন্ত ৩৯ ওভারে ১৮৭ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। এতে ১৮১ রানের বিশাল এক জয় পেয়েছে জস বাটলারের দল।
বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ