ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে খোকন ও মহাদেব নামের দুই পান ব্যবসায়ি নিহত হযেছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে গাড়াগঞ্জ বাজার এলাকার বরদা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় নসিমনের অপর দুই যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি বাস ও অবৈধ ইঞ্জিন চালিত নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ন কুমারের ছেলে মহাদেব কুমার (৬০) ঘটনাস্থলে নিহত হয়। মারাত্বক আহত একই গ্রামের আক্কাস মিত্রির ছেলে খোকন হোসেন (২৯)। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, আজ দুপুরে কুষ্টিয়া থেকে চারজন পান ব্যবসায়ি ইঞ্জিনচালিত নসিমন নিয়ে পান বিক্রী করার জন্য শৈলকুপাতে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ বাজার নামকস্থানে পৌছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী দ্রুতগামী রুপসা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
বাসটি রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ