বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে সাড়ে চার মাসের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার জন্য গত ১৯ মার্চ থেকে ০৬ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের উপর এই তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বিএসইসি। গত ১১ সেপ্টেম্বর ডিএসইকে তদন্ত করতে বিএসইসি নির্দেশ দিয়েছে। বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে পত্র মারফত ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ লিগ্যাসির শেয়ার দর ছিল ৪২.৩০ টাকা। আর ০৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১৩৬.৫০ টাকায় দাঁড়ায়। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯৪.২০ টাকা বা ২২৩ শতাংশ বেড়েছে। অর্থাৎ ৪ মাস ১৭ দিন বা ৯২ কার্যদিবসে কোম্পানির শেয়ারের এই দর বেড়েছে।
বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর, ২০২৩/পিএস