ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : ফখরুল

  • পোস্ট হয়েছে : ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • 76

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। একইসঙ্গে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার পতনে এক দফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে বিএনপি। তারই ধারাবাহিকতায় আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) লাগাতার কর্মসূচির ঘোষণা করা হবে।

বিএনপির মহাসচিব বলন, সরকারকে আগের মতো ভোট চুরির নির্বাচন করতে দেওয়া হবে না। সবাই একমত যে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংসদে যে জাতীয় পার্টি আছে তারাও বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি এখন দল পরিচালনায় কোনো নির্দেশনা দেন না।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইফতেখায়রুজ্জামান শিমুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : ফখরুল

পোস্ট হয়েছে : ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। একইসঙ্গে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার পতনে এক দফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে বিএনপি। তারই ধারাবাহিকতায় আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) লাগাতার কর্মসূচির ঘোষণা করা হবে।

বিএনপির মহাসচিব বলন, সরকারকে আগের মতো ভোট চুরির নির্বাচন করতে দেওয়া হবে না। সবাই একমত যে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংসদে যে জাতীয় পার্টি আছে তারাও বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি এখন দল পরিচালনায় কোনো নির্দেশনা দেন না।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইফতেখায়রুজ্জামান শিমুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: