স্পোর্টস ডেস্ক : নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে প্রথমেই বাংলাদেশকে ব্যাটিং করতে হচ্ছে। বাংলাদেশ-ভারতের মধ্যকার সুপার ফোরের শেষ ম্যাচটি কেবল নিয়মরক্ষার।
নিয়মরক্ষার এই লড়াইয়ে টসভাগ্য সহায় হয়নি টাইগারদের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাট করবে।
এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানের দলের।
অন্যদিকে প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর, ২০২৩/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: