ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

  • পোস্ট হয়েছে : ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • 99

বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়া মিন্টু বলেন, আমার অবিলম্বে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। এরপর নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।

দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ভালোয় ভালোয় পদত্যাগ করুন। এখনও সময় আছে। ডিসি-এসপি পোস্টিং করে লাভ হবে না। তাদের দিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না।

নয়াপল্টনে ভিআইপি সড়কে অস্থায়ী মঞ্চে বিএনপির এই সমাবেশ চলছে। যার কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। সমাবেশে মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত রয়েছেন।

এর আগে, সমাবেশে যোগ দিতে জুমার নামাজের আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

পোস্ট হয়েছে : ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়া মিন্টু বলেন, আমার অবিলম্বে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। এরপর নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।

দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ভালোয় ভালোয় পদত্যাগ করুন। এখনও সময় আছে। ডিসি-এসপি পোস্টিং করে লাভ হবে না। তাদের দিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না।

নয়াপল্টনে ভিআইপি সড়কে অস্থায়ী মঞ্চে বিএনপির এই সমাবেশ চলছে। যার কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। সমাবেশে মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত রয়েছেন।

এর আগে, সমাবেশে যোগ দিতে জুমার নামাজের আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: