ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শুরুর ধাক্কা সামলে চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশের

  • পোস্ট হয়েছে : ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • 34

স্পোর্টস ডেস্ক : শুরুর ধাক্কা সামলে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের। ভারতকে ২৬৬ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচ আজ। আগেই বিদায় নিশ্চিত হওয়ায় ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল নিয়ম রক্ষার।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের শতরানের জুটি। পরে লোয়ার অর্ডারে নাসুম আহমেদ ও শেখ মেহেদির ক্যামিও ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৮ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। পরে প্রথমে মিরাজ এবং পরে হৃদয়কে নিয়ে দলের বিপর্যয় সামাল দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মিরাজ আউট হলেও হৃদয়ের সাথে ১০০ রানের জুটি বাংলাদেশকে লড়াকু সংগ্রহের স্বপ্ন দেখায়। পথিমধ্যে নিজের ৫৫তম ফিফটি তুলে নেন সাকিব। ভক্তদের সেঞ্চুরিরও স্বপ্ন দেখাচ্ছিলেন তবে ৮০ রানের মাথায় শার্দল ঠাকুরের বলে আউট হয়ে ফিরে যান সাকিব।

তখনও ক্রিজে ছিলেন হৃদয়। তবে শামিম আউট হওয়ার পর তিনিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৮১ বলে ৫৪ রান করে শামির বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। ১৯৩ রানে ৭ উইকেট থেকে বাংলাদেশের সংগ্রহ ২৫০ পার হয়েছে দুই টেলএন্ডার নাসুম, মাহেদীর ও তানজিম সাকিবের ব্যাটে।

বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শুরুর ধাক্কা সামলে চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশের

পোস্ট হয়েছে : ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : শুরুর ধাক্কা সামলে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের। ভারতকে ২৬৬ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচ আজ। আগেই বিদায় নিশ্চিত হওয়ায় ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল নিয়ম রক্ষার।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের শতরানের জুটি। পরে লোয়ার অর্ডারে নাসুম আহমেদ ও শেখ মেহেদির ক্যামিও ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৮ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। পরে প্রথমে মিরাজ এবং পরে হৃদয়কে নিয়ে দলের বিপর্যয় সামাল দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মিরাজ আউট হলেও হৃদয়ের সাথে ১০০ রানের জুটি বাংলাদেশকে লড়াকু সংগ্রহের স্বপ্ন দেখায়। পথিমধ্যে নিজের ৫৫তম ফিফটি তুলে নেন সাকিব। ভক্তদের সেঞ্চুরিরও স্বপ্ন দেখাচ্ছিলেন তবে ৮০ রানের মাথায় শার্দল ঠাকুরের বলে আউট হয়ে ফিরে যান সাকিব।

তখনও ক্রিজে ছিলেন হৃদয়। তবে শামিম আউট হওয়ার পর তিনিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৮১ বলে ৫৪ রান করে শামির বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। ১৯৩ রানে ৭ উইকেট থেকে বাংলাদেশের সংগ্রহ ২৫০ পার হয়েছে দুই টেলএন্ডার নাসুম, মাহেদীর ও তানজিম সাকিবের ব্যাটে।

বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর,২০২৩/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: