ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কানাডায় গাড়িচাপায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

  • পোস্ট হয়েছে : ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • 29

কানাডায় গাড়ির ধাক্কায় ফাইরুজ শাফিন মুনমুন নামক একজন বাংলাদেশি মেধাবী ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কানাডার স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের কাছে ক্যালগেরির টুয়েন্টিফোর অ্যাভিনিউ এবং আপার প্লেস উত্তর-পশ্চিমে একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে ২১ বছর বয়সী ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুন।

নিহত ফাইরুজ শাফিন মুনমুনের বাবা মা দুজনেই চিকিৎসক, তারা রাজধানী ঢাকায় বসবাস করেন। মুনমুন কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

কানাডা পুলিশের সূত্রে জানা গেছে, চালকের চোখের ওপর সূর্যের আলো বেশি পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী পুরুষ চালক পূর্বমুখী একটি ছোট হ্যাচব্যাক গাড়ি চালাচ্ছিলেন, ওই সময় মুনমুন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে চালক তাকে ধাক্কা দেয়। গুরুতর সংকটাপন্ন অবস্থায় অ্যাম্বুলেন্সে করে দ্রুত মুনমুনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সংঘর্ষের পর চালক ঘটনাস্থলেই ছিলেন।

মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মত তিনি বিশ্ববিদ্যালয় ক্লাসে যাবার জন্য রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান।

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কানাডায় গাড়িচাপায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

পোস্ট হয়েছে : ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

কানাডায় গাড়ির ধাক্কায় ফাইরুজ শাফিন মুনমুন নামক একজন বাংলাদেশি মেধাবী ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কানাডার স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের কাছে ক্যালগেরির টুয়েন্টিফোর অ্যাভিনিউ এবং আপার প্লেস উত্তর-পশ্চিমে একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে ২১ বছর বয়সী ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুন।

নিহত ফাইরুজ শাফিন মুনমুনের বাবা মা দুজনেই চিকিৎসক, তারা রাজধানী ঢাকায় বসবাস করেন। মুনমুন কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

কানাডা পুলিশের সূত্রে জানা গেছে, চালকের চোখের ওপর সূর্যের আলো বেশি পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী পুরুষ চালক পূর্বমুখী একটি ছোট হ্যাচব্যাক গাড়ি চালাচ্ছিলেন, ওই সময় মুনমুন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে চালক তাকে ধাক্কা দেয়। গুরুতর সংকটাপন্ন অবস্থায় অ্যাম্বুলেন্সে করে দ্রুত মুনমুনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সংঘর্ষের পর চালক ঘটনাস্থলেই ছিলেন।

মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মত তিনি বিশ্ববিদ্যালয় ক্লাসে যাবার জন্য রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান।

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: