বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের ডিমের বাজার স্থিতিশীল করতে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চার প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
ডিম আমদানির অনুমতি পাওয়া চার প্রতিষ্ঠান হলো : মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং এবং অর্ণব ট্রেডিং লিমিটেড।
বেশি কয়েক দিন ধরেই ডিমের দাম বাড়তে থাকে দেশের বাজারে। দামে লাগাম টানতে অভিযান পরিচালনাসহ সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও কমানো যায়নি আমিষের চাহিদা পূরণে স্বল্প আয়ের মানুষের পছন্দের পণ্যটির দাম।
মূল্য কমাতে গত বৃহস্পতিবার ডিম আমদানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। এরপর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।
বিজনেস আওয়ার/১৮ সেপ্টেম্বর, ২০২৩/পিএস