আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ পেরুতে বাস খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় ২৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবিসি বলছে, পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে আন্দিয়ান এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩৩০০ জনেরও বেশি লোক মারা গেছেন।
বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২৩/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: