বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (২০ সেপ্টেম্বর) ৬৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ৭৬৮টি শেয়ার ২১৫ বার হাত বদলের মাধ্যমে ১৪৫ কোটি ৭১ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪২ কোটি ১০ লাখ ৬৪ হাজার টাকার লেনদেন হয়েছে সী পার্লের। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ কোটি ৮৫ লাখ ২১ হাজার টাকার ইসলামী ব্যাংকের, তৃতীয় সর্বোচ্চ ১৩ কোটি ০৩ লাখ ০৩ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের, চতুর্থ সর্বোচ্চ ১০ কোটি ০৮ লাখ ৯১ হাজার টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েলের।
এছাড়াও ৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার বিএসআরএম লিমিটেডের, ৩ কোটি ৫১ লাখ ৪৮ হাজার টাকার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩ কোটি ৩০ লাখ ৩৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২৩/পিএস