বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ গাজীপুর সদরের ২৯ নং কোয়ের মৌজায় ২৩৫ ডেসিমেল জমি ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে।
এই জমি ক্রয়ে কোম্পানিটির ২ কোটি ৩০ লাখ ১১ হাজার টাকা ব্যয় হবে। নিবন্ধনের খরচ এবং প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে অন্যান্য খরচ বাদে এই অর্থ ব্যয় হবে।
কোম্পানির ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এই জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বিজনেসে আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২৩/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: